২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৪১

সাকিবে মুগ্ধ রঙ্গনা হেরাথ, চারশোর নিচে লঙ্কানদের আটকানোর লক্ষ্য

করোনা ধাক্কা কাটিয়ে, কোনো অনুশীলন ছাড়াই টেস্টের প্রথম দিন দারুন বোলিং করেছেন সাকিব আল হাসান। তাকে নিয়ে মুগ্ধ স্পিন কোচ রঙ্গনা হেরাথ। দ্বিতীয় দিন লঙ্কানদের যত দ্রুত সম্ভব অলআউটের লক্ষ্য বাংলাদেশের।

হেরাথ বলেছেন, চারশর নিচে লঙ্কানদের আটকানো সম্ভব। অন্যদিকে, স্বাগতিকদের ৫০০ রানের পাহাড়’সম চ্যালেঞ্জ ছুড়ে দিতে চান কুশাল মেন্ডিস।

দ্বিতীয় সেশনের মাঝ পথ। সাকিব যখন বল হাতে নেন, ওভারের হিসাবে তখন ৩৫ শেষ। ততক্ষণে সাকিবের ফিটনেস নিয়ে কথা শুরু হয়ে গেছে।

সাকিবের অভিজ্ঞতা, দক্ষতার প্রথম পাওয়া যায় এরপর। প্রথম স্পেলে টানা বল করলেন ১০ ওভার, পাঁচটা মেডেন নিলেন, দিলেন মাত্র ৯ রান। লঙ্কাদের রানের চাকা ঘুড়তে দেননি। দ্বিতীয় স্পেলে করেছেন ৬ ওভার, ১৩ রান দিয়ে এক উইকেট পেয়েছেন। দিনটা শেষ করেছেন মেডেন নিয়ে। করোনা থেকে সুস্থ্য হয়ে ফিরেই সাকিবের বোলিংয়ে মন্ত্রমুগ্ধ স্পিন বোলিং কোচ।

বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ বলেন, সাকিবের মতো ক্যালিবারের ক্রিকেটার খুজে পাওয়া কঠিন। এজন্য ও সেরা। প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত ও একই লাইন-লেন্থ বল করেছে। কম প্রস্তুতি ওর জন্য বধা হয় না কখনও।

চট্টগ্রামের উইকেটে প্রথম দিনে চার উইকেট নিতে পেরে খুশি টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় দিনের লক্ষ্য, দিনের শুরুতে দ্রুত দুই উইকেট তুলে নেয়া। যাতে ৪০০ এর নিচে বেধে ফেলা যায় অতিথিদের।

রঙ্গনা হেরাথ বলেন, দিন যে ভাবে শেষ হয়েছে আমি খুশি। অআরও দুই একটা উইকেট নিতে পারলে ভাল হতো। দ্বিতীয় দিন দ্রুত দুই উইকেট ফেলতে হবে। তাহলে, বেশি রান ওরা করতে পারবে না। আর ১০০ থেকে ১২০ এর মধ্যে অল আউট করা সম্ভব।

উইকেটের আচরণের সাথে মানিয়ে নিয়েছে লঙ্কানরা। মাথিউস-চান্দিমালের উপর ভরসা করে ৫০০ রানের স্বপ্ন দেখছেন মেন্ডিস।

শ্রীলঙ্কার ব্যাটার কুশাল মেন্ডিস বলেন, ম্যাথিউসের সেঞ্চুরি দুর্দান্ত, ওর কাছে এমনই প্রত্যাশা ছিল। প্রথম দিকে উইকেট একটু কঠিন ছিল, পরের দিকে সহজ হয়েছে।আমাদের লক্ষ্য ৫০০এর মতো রান করা।

টেস্টে টিকে থাকতে ব্যাটিংয়ে মুশফিক-তামিমদের লঙ্কান স্পিন চ্যালেঞ্জ মোকাবেলায় সতর্ক থাকতে বলেছেন টাইগার স্পিন কোচ।

Facebook
Twitter
LinkedIn