২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৪৭
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৪৭

সাকিব ইস্যুতে পাপনের ক্ষোভ

দক্ষিণ আফ্রিকা সফরের দুই সংস্করণের জন্য ঘোষিত দলে নাম থাকলেও মানসিক অবসাদের কারণ দেখিয়ে এই সফরে যেতে চান না টাইগার অলরাউন্ডার সাকিব-আল হাসান। সাকিবের এমন ভাবনায় চটেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার (৭ মার্চ) সংবাদ মাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানান, সাকিব মানসিকভাবে বিপর্যস্ত থাকলে আইপিএল খেলতো কীভাবে? যদি ওকে আইপিএলে নিতো তাহলে বলতো আমি মানসিকভাবে বিপর্যস্ত?’ 

গত রবিবার (৬ মার্চ) দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সাকিব জানায়, আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো অবস্থায় তিনি নেই, তাই ক্রিকেট থেকে চান বিরতি। বিষয়টি তখনই সাকিব জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসকে। যদিও বিসিবি সভাপতি গণমাধ্যমকে জানান, সাকিবের এমন ঘোষণায় অবাক হয়েছেন বোর্ড ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা। জালাল ইউনুস বা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন-কেউই এ ব্যাপারে জানতে না।

পাপন বলেন, ‘আমরা মোটেও বিচলিত নই। ও হয়তো মানসিক, শারীরিকভাবে ডিস্টার্ব। ওর যদি সমস্যা হয় আমাদের জানাতে পারে। বিমানবন্দরে বলে দেওয়া, ও তো দিনের বেলায় আমাদের সঙ্গে আলোচনা করতে পারতো। কোচের সঙ্গে কথা বলতে পারতো। সুজনের (খালেদ মাহমুদ) সঙ্গে কথা বলতে পারত। হঠাৎ করে এভাবে চমক দেওয়া, কেন করছে-অনেকে এটা পছন্দ করেনি।’ 

তিনি বলেন, ‘সংবাদ মাধ্যমে ও (সাকিব) বলেছে, আফগানিস্তানের বিপক্ষে সিরিজ উপভোগ করেনি। ওকে দেখে কি বোঝা গেছে উপভোগ করেনি? আপনারা কেউ দেখে বুঝেছেন? আমরা ওয়ানডে সিরিজ জিতলাম তাও উপভোগ করলো না? আমরা টি-২০ সিরিজে ম্যাচ জিতলাম তাও উপভোগ করল না? উপভোগ না করলে তখন কেন বলেনি? টি-২০ সিরিজে আগে বলতে পারতো?’ 

পাপন বলেন, “আমার ধারণা ও কোনো কারণে মানসিকভাবে বিপর্যস্ত। দুইদিন সময় নিয়েছে, ভালো কথা, মাথা ঠাণ্ডা করে যেটা বলবে। যা চায় সেটা জানাবে, বোর্ড সিদ্ধান্ত নিবে। এখন যদি এটার ওপর সিদ্ধান্ত নেই ওকে এই সিরিজে রাখবো না। তখন যদি বলে আমি তো বলিনি খেলবো না, খেলতে চেয়েছি, তখন?”

Facebook
Twitter
LinkedIn