পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরো ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিনত হয়েছে। এটি আরো শক্তি সঞ্চয় করে সোমবার ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পরিনত হয়ে মঙ্গলবার বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে পড়ায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতকর্তা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় পনেরো জেলায় দমকা হাওয়া ও বৃষ্টি হতে পারে ।
একটি শক্তিশারী ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে। এর নাম দেয়া হয়েছে সিত্রাং। ইতিমধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরো ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিনত হয়ে চোখ রাঙাচ্ছে। এর প্রভাবে সাগর উত্তাল হয়ে পড়ায় দেশের উপকূলীয় পনেরো জেলার আবহাওয়া গুমোট হয়ে আছে। রাত থেকেই গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়েছে খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, বাগেরহাট, বরগুনাসহ বেশ কিছু জেলায়।
আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গভীর নিম্নচাপটি রোববার সকালে আগের চেয়ে বাংলাদেশ ভূখন্ডের দিকে এগিয়ে এসেছে। সোমবার মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির পর তা উত্তর এবং উত্তর পশ্চিম দিক বরাবার আগ্রসর হবে। এবং মঙ্গলবার ভোরের দিকে দেশের তিনকোনা দ্বীপ এবং সন্দ্বীপের মধ্য দিয়ে বাংলাদেশ উপকুল অতিক্রমে করতে পারে। ঘূর্নিঝড়টি স্থলভাগে প্রবেশের সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ১১০ কিলোমিটার।
এদিকে বঙ্গোপসাগরে মাছধরায় নিষেজ্ঞা থাকায় মাছ ধরার ট্রলারগুলো নিরাপদে অবস্থান করছে। তারপরও গভীর সমুদ্রে যেসব নৌকা বা ট্রলার রয়েছে তাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।