Search
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৩৭

সাতক্ষীরায় যুবাদের ক্ষমতায়নে ‘উদ্যোক্তা মেলা’২০২৪

আকরামুজ্জামান সাতক্ষীরা সদর প্রতিনিধ
যুবাদের ক্ষমতায়নে ‘উদ্যোক্তা মেলা’ বেকারত্ব দূরীকরণে একটি কার্যকর সমাধান হিসেবে ব্যবসায়িক উদ্যোগে যুবাদের অনুপ্রাণিত ও উৎসাহিত করতে এবং প্রান্তিক যুবাদের ক্ষমতায়নে ‘উদ্যোক্তা মেলা’ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা অনলাইন মার্কেট ও সাতক্ষীরা অনলাইন শপিং আয়োজিত শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ৩দিনব্যাপী এ মেলা বুধবার (১৪ ফেব্রুয়ারি) উদ্বোধন করা হয়। মেলায় বসেছিল ১২টি স্টল। মেলার উদ্দেশ্য ছিল দেশের বিভিন্ন প্রান্তের তরুণ উদ্যোক্তাদের জন্য তাদের পণ্য প্রদর্শন এবং তাদের ব্যবসার প্রচারের সাথে সাথে আয়ের সুযোগ তৈরি করা।

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

মেলায় ১৪টি স্টলের প্রতিটিতে দেশের নানা প্রান্ত থেকে আসা ১৪টি ব্যবসায়িক উদ্যোগের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়। যেখানে হস্তশিল্প, কারুপণ্য, আঞ্চলিক খাবার ও পোশাক ইত্যাদি ছিল। সাতক্ষীরা অনলাইন মার্কেট এর পরিচালক ইব্রাহিম খলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান মিল্টন, সফল উদ্যোক্তা ও মোটিভেশনাল স্পিকার ইঞ্জিনিয়ার শামস ইশতিয়াক শোভন, উদিচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সংগীত শিক্ষক শহিদুল ইসলাম, নোঙ্গর মিউজিক্যাল একাডেমির পরিচালক ফারুক হোসেন সোহাগ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন তামান্না তাসলিম, নামজস সাকিব, নাজমুল হাসান, আশিকুর রহমান, ইমন হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি এসএম বিপ্লব হোসেন।

Facebook
Twitter
LinkedIn