২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৪২

সাতক্ষীরা জেলার বাইপাস সড়কে নিষিদ্ধ হলার গাড়ীতে মাটি বহন করছে সরকারের কোটি কোটি টাকা রাস্তা নষ্ট হচ্ছে এবং প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে সাধারন মানুষ প্রশাসন কে বলার পর ও নিরব?

সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলা বাইপাস সড়কে নিষিদ্ধ বেআইনি হলার দ্বারা মাটি বহন করে সরকারের কোটি কোটি টাকা রাস্তা নষ্ট করছে এবং সাধারণ জনগন প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হয়ে অনেক আহত এবং বড় ধরনের দূর্ঘটনার শিকার হয়ে মানবতার জীবন যাপন করছে প্রশাসন কে বলার পর ও তারা কেন ব্যবস্হা নিচ্ছে না সেটা সাধারণ মানুষের মনে নানান প্রশ্নের দানা বেঁধেছে কিছু অসাধু লোক এগুলোর শেল্টার দিচ্ছে আর মাটি ব্যবসায়ীরা আছে বহাল তবিয়তে, মাটি ব্যবসায়ী ফজলু মিজান ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালুর আশীর্বাদ পুষ্ট, সালাম বিএনপি নেতাদের আশীর্বাদ পুষ্ট এরা আইনের তোয়াক্কা করছে না অবাক বিষয় এছাড়া নাম না জানা অনেকে এটা করছে।

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

আমরা অনেক বাইপাসের পথচারীদের কাজে জিজ্ঞেস করা হলে তারা বলেন প্রতিনিয়ত এভাবে মাটি বহন করছে তাতে আমরা দূর্ঘটনার শিকার হচ্ছি।এবং বেশ কিছু আগে এক ছাএলীগ নেতা এই মাটির কারনে এক্সিডেন্ট করে মারা যায়।বিষয়টা সাতক্ষীরা জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমেদ কে জানালে তিনি বলেন আমি এসিল্যান্ড কে বলে বন্ধ করেছি অথচ সরজমিনে গিয়ে দেখা গেল তারা প্রশাসন কে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে তাদের মাটি নিয়ে রাস্তায় মাটি ফেলে পরিবেশ নষ্ট এবং কোটি টাকার বাইপাস সড়ক নিষিদ্ধ হলার দ্বারা মাটি বহন করে ক্ষতি করছে।বিষয়টা মাননীয় জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার ও জরুরি ভিওিতে জনপ্রশাসন সচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24
অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24
অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24
Facebook
Twitter
LinkedIn