Search
২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ১১:৩৬

সাত পাকে বাঁধা পড়ছেন তারা

খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ। অনির্বাণ-মধুরিমাকে বিয়ের শুভেচ্ছা জানাতে গিয়ে অভিনেতা নিজেই ফাঁস করলেন সে কথা। টলিউডের নবদম্পতির ছবি পোস্ট করে টুইটারে তিনি লিখলেন, শুভেচ্ছা বন্ধু। তোমাকে দেখে আমি ঠিক করলাম আমিও সেরে ফেলি। শীঘ্রই যাচ্ছি তোমার দলে। তোমার রিয়েল লাইফ মালতীকে নিয়ে সারা জীবন সুখে থেকো। প্রসঙ্গত, অনির্বাণের সঙ্গে বিরসা দাশগুপ্তের ‘বিবাহ অভিযান’-এ অভিনয় করেছিলেন অঙ্কুশ। টলিপাড়ার হিট জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা।

বন্ধুত্ব এবং প্রেম নিয়ে ১০ বছর পার করে ফেলেছেন তারা। পরিবার থেকে অনুরাগী মহল, তাদের প্রেমের কাহিনী গোপন নেই আর কারও কাছেই। তবে কি নতুন বছরে গাঁটছড়া বাঁধতে চলেছেন তারা? অঙ্কুশের টুইট কিন্তু সে দিকেই ইশারা করছে। রিয়েল লাইফ পার্টনারশিপের অনেক বছর কেটে গেলেও, অফস্ক্রিন এই জুটিকে প্রথমবার একসঙ্গে দেখা যাবে রাজা চন্দের ‘ম্যাজিক’ ছবিতে। বড়দিনে মুক্তি পেতে চলেছে এই ছবির ট্রেলার।

Facebook
Twitter
LinkedIn