২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১:৩৩
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১:৩৩

সাপ্তাহিক গেইনারের শীর্ষে ওরিয়ন ফার্মা

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২১.১৩ শতাংশ বেড়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৫৫৬ কোটি ১৮ লাখ ৪১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১১ কোটি ২৩ লাখ ৬৮ হাজার  টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৮ দশমিক ২৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৫ কোটি ৭০ লাখ ২৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ১৪ লাখ ৫ হাজার  টাকা

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৭ দশমিক ৭১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৭৪৭ কোটি ৭৫ লাখ ২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৪৯ কোটি ৫৫ লাখ  টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইসিবি, সাইফ পাওয়ারটেক, একমি ল্যাবরেটরিজ, সিলভা ফার্মা, মতিন স্পিনিং, ড্যাফোডিল কম্পিউটার্স ও প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

Facebook
Twitter
LinkedIn