২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১২:৪২
২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১২:৪২

সাপ্তাহিক লুজারের শীর্ষে আইএফআইসি ব্যাংক

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৫.৯৭ শতাংশ।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ২৯ কোটি ৫৩ লাখ ১৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৩৮ লাখ ২৯ হাজার  টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৪ দশমিক ১৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২ কোটি ৪৪ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬১ লাখ ১৭ হাজার টাকা।

অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১৩.৫৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬ কোটি ৬৭  লাখ ৩৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৬৬ লাখ ৮৩ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-আমান কটন ফাইবার্স, শ্যামপুর সুগার মিলস, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, ইউনিয়ন ক্যাপিটাল, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড।

Facebook
Twitter
LinkedIn