২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:০০

সাপ্তাহিক লুজারের শীর্ষে সোনালী পেপার

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২৪.৯৮ শতাংশ।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ২৩ কোটি ৩৬ লাখ ২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৬৭ লাখ ২০ হাজার  টাকা

বঙ্গজ লিমিটেড লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১৫.২০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১২ কোটি ৮৭ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৫৭ লাখ ৪৮ হাজার  টাকা।

রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস ১৫.৬৫ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, অ্যারামিট সিমেন্ট, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আমান ফিড, এনআরবি কমার্শিয়াল ব্যাংক ও ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড।

Facebook
Twitter
LinkedIn