২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১১:০৯
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১১:০৯

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির এক হাজার ৮০ কোটি ৭৩ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ১১ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ৩৪১টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটির  ৮ কোটি ৩ লাখ ৬ হাজার ১৭২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩০০ কোটি ৬৩ লাখ টাকা।

পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৮৬৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৬৩ কোটি ৬৩ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফরচুন সুজ, ন্যাশনাল ফিড মিল, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, ইফাদ অটোস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, এনআরবি কমার্শিয়াল ব্যাংক ও গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড।

Facebook
Twitter
LinkedIn