২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৩৮

সাফের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে ৮-০ উড়িয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে হারিয়ে টাইগ্রেসদের প্রতিপক্ষ হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক নেপাল। আজ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে নেপাল ১-০ গোলে ভারতকে হারায়। ১৯ সেপ্টেম্বর নেপাল ও বাংলাদেশ শিরোপার লড়াইয়ে নামবে।

সাফ নারী চ্যাম্পিয়নশিপের দুটি সেমিফাইনালই ছিল আজ। বৃষ্টিস্নাত মাঠে পরপর দুই ম্যাচ হওয়ায় দ্বিতীয় ম্যাচটি অতিরিক্ত কাদার মধ্যেই হয়েছে। সেই ম্যাচে নেপাল প্রথমার্ধে জয়সূচক গোলটি করে। প্রথমার্ধের ইনজুরি সময় নেপালের রাজমিত বক্সের মধ্যে বলের নিয়ন্ত্রণ নিয়ে জোরালো শটে বল জালে জড়ান। 

ম্যাচের দ্বিতীয়ার্ধে ভারত সমতা আনার সব চেষ্টাই করেছে। নেপালের রক্ষণভাগের সঙ্গে পেরে উঠেনি গত পাঁচ আসরের চ্যাম্পিয়নরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে সহকারী রেফারি ছিলেন বাংলাদেশের সালমা আক্তার। ম্যাচ শেষ হওয়ার পরপর দশরথ স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে স্বাগতিকরা নিজেদের মাটিতে ফাইনাল খেলার আনন্দে।

প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ভূটানকে ৮-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল। দ্বিতীয় সেমিফাইনালটি অবশ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। ভারত আগের ম্যাচের বাংলাদেশের বিপক্ষে দাঁড়াতে না পারলেও আজ যথেষ্ট লড়াই করলেও স্বাগতিকদের হারাতে পাারেনি।

২০১০ সালে শুরু হওয়া সাফ নারী চ্যাম্পিয়নশিপের এটি ষষ্ঠ আসর। গত পাঁচ আসরেই চ্যাম্পিয়ন ছিল ভারত। এবারই প্রথম ভারতবিহীন ফাইনাল হবে। ফলে সাফ নারী ফুটবল এবার নতুন চ্যাম্পিয়ন পাবে।

ভুটানকে হারিয়ে দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ। শেষবার ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল টাইগ্রেসরা।

Facebook
Twitter
LinkedIn