২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১:৪০

সাফ নারী ফুটবল; আজ মালদ্বীপের মুখোমুখি বাংলাদেশ

সাফ নারী ফুটবলে বুধবার (৭ সেপ্টেম্বর) মালদ্বীপের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের মেয়েরা। নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা পৌনে ৬টায়। গ্রুপ এ’তে বাংলাদেশ লড়বে মালদ্বীপ, ভারত ও পাকিস্তানের বিপক্ষে। গ্রুপ বি’তে আছে শ্রীলংকা, ভুটান ও স্বাগতিক নেপাল।

দক্ষিণ এশিয়ার সাতটি দল অংশ নিচ্ছে সাফ নারী চ্যাম্পিয়নশীপে। বয়সভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ নারী ফুটবলারদের সাফল্য ভালো হলেও, সেই তুলনায় হতাশা করছে জাতীয় দল। এবার ফাইনালে খেলার প্রত্যাশা সাবিনা, মারিয়াদের। 

অনভিজ্ঞ দল নিয়েই এই আসরে খেলছে বাংলাদেশ। অধিনায়ক সাবিনা, কৃষ্ণা, সানিজদা ও স্বপ্না এই চারজন ছাড়া দলের বাকি সবাই বয়সভিত্তিক দলের ফুটবলার। নারী সাফ ফুটবলে পাঁচ আসরেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। চারবার রানার্সআপ নেপাল। ২০১৬ সালে একবারই ফাইনাল খেলে ভারতের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয় সাবিনাদের। এবার ৬ সপ্তাহ অনুশীলন করলেও, কোন প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ হয়নি। চ্যালেঞ্জটাও বেশ কঠিন, তারপরও আত্মবিশ্বাসী সাবিনারা। ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।

Facebook
Twitter
LinkedIn