২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ২:২৫
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ২:২৫

সারাদেশে ৫-১১ বছরের শিশুদের করোনার টিকা প্রদান শুরু

সারাদেশের ৫ থেকে ১১ বছরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনা টিকা দেয়া শুরু হলো।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এই কার্যক্রম উদ্বোধন করেন। সকাল ৯টা থেকে শুরু হওয়া টিকা দান কার্যক্রম চলবে একটানা বিকাল ৩টা পর্যন্ত।

ঢাকার ২১ কেন্দ্রসহ সারাদেশের ১২টি সিটি করপোরেশনের ৫৫টি জোন ও ৪৬৫টি ওয়ার্ডে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের আগামী ১৪ দিন ফাইজারের বিশেষ এই টিকা  দেওয়া হবে টিকা।

গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, প্রথম ধাপে সারা বাংলাদেশের সিটি করপোরেশনে ১৮৬ কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের করোনা টিকা টিকা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সারা দেশের জেলা, উপজেলাসহ প্রান্তিক পর্যায়ে এই টিকা দেয়া হবে।

উল্লেখ্য, ৩০ জুলাই শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ টিকা দেশে এসেছে।

Facebook
Twitter
LinkedIn