Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ১:০১

সালমান টকিজ‍‍` নামে হচ্ছে সিনেমা হল

নিজের নামে সিনেমা হল বলিউড সুপারস্টার সালমান খান। সিনেমা হলের নাম ‘সালমান টকিজ’ রাখার পরিকল্পনা করেছেন তিনি। যেটি হবে মফস্বল কিংবা বিভিন্ন গ্রামাঞ্চলে।

সালমান খান এক সাক্ষাৎকারে বলেন, অনেক দিন ধরেই এটা নিয়ে পরিকল্পনা করছিলাম। যদি করোনা পরিস্থিতি না থাকতো, তাহলে এতদিনে পরিকল্পনা বাস্তবে পরিণত হতো। তিনি বলেন, খুব শিগগির সালমান টকিজ খুলতে চলেছি। তবে এইসব সিনেমা হল মুম্বাইয়ে নয় মফস্বল কিংবা বিভিন্ন গ্রামাঞ্চলে হবে। যাদের শহরে যাওয়া অত্যন্ত কষ্টসাধ্য তাদের জন্য এই সিনেমা হল।

আগামী ২৬ নভেম্বর সালমান খান অভিনীত ‘অন্তিম’ মুক্তি পেতে যাচ্ছে। সিনেমায় শিখ পুলিশ অফিসার রাজবীর সিং চরিত্রে অভিনয় করেছেন তিনি। আরও অভিনয় করেছেন আয়ুষ শর্মা, মহেশ মাঞ্জরেকর, মহিমা মাকওয়ানা, শচীন খেদকর ও কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্ত।

Facebook
Twitter
LinkedIn