রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড এবার বিধ্বস্ত হলো নিজেদের মাঠেই! মোহামেদ সালাহর হ্যাটট্রিকে ৫-০ গোলে ম্যানইউকে উড়িয়ে দিয়েছে লিভারপুল। এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ৯ ম্যাচে ষষ্ঠ জয়ে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল। সমান ম্যাচে তৃতীয় হারে আগের ১৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ম্যানইউ। ২২ পয়েন্ট নিয়ে চেলসি আছে শীর্ষে।
রোববার রাতে ঘরের মাঠে ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ম্যানইউ। কিন্তু ব্রুনো ফার্নান্দেজ সুযোগ মিস করেন। পরের মিনিটেই পিছিয়ে পড়ে তারা। এ সময় ডি বক্সের বাইরে থেকে বামদিকে ন্যাবি কেইটাকে বল বাড়িয়ে দেন মোহাম্মদ সালাহ। তখন তার সামনে ছিলেন কেবল ম্যানইউর গোলরক্ষক ডেভিড ডি গিয়া। তাকে পরাস্ত করতে কষ্ট হয়নি কেইটার। তাতে শুরুতেই এগিয়ে যায় অলরেডরা।
ব্যবধান দ্বিগুণ করতে বেশি সময় নেয়নি জার্গেন ক্লপের শিষ্যরা। ১৩ মিনিটের মাথায় দিয়েগো জতা গোল করে ব্যবধান বাড়ান। এ সময় বক্সের ডানদিক থেকে নিচু ক্রসে বল বাড়িয়ে দেন ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড। সেটাতে কোনোরকমে পা লাগিয়ে জালে জড়ান জতা। ৩৮ মিনিটে লিভারপুল এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। এ সময় গোল করেন মোহাম্মদ সালাহ। আর বিরতিতে যাওয়ার আগে (৪৫+৫) সালাহ তার জোড়া গোল পূর্ণ করলে লিভারপুল এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। যা ছিল ম্যানইউর ইতিহাসে প্রথমার্ধে সবচেয়ে বেশি গোল হজম করার লজ্জাজনক রেকর্ড।
লিভারপুলের দোর্দণ্ড প্রতাপ অব্যাহত থাকে বিরতির পরেও। ৫০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন সালাহ। মধ্য মাঠে পল পগবা বলের পজিশন হারিয়েছিলেন। হেন্ডারসন বল পেয়েই দিয়ে দেন সালাহকে। মিশরীয় এই ফরোয়ার্ড নিজের হ্যাটট্রিক পূরণ করতে সময় নেননি। তাতে লিভারপুল এগিয়ে যায় ৫-০ ব্যবধানে। ৬০ মিনিটের মাথায় দশজনের দলে পরিণত হয় রেড ডেভিলসরা। এ সময় পল পগবা মারাত্মক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকি সময় দশজন নিয়েই খেলতে হয় ম্যানইউকে। অবশ্য বাকি সময়ে আর কোনো গোল হয়নি।