২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ২:৪১

সাহসিকা-২’, পুলিশ তারিনের মুখোমুখি মম!

দুই বছর দীপ্ত টিভিতে প্রচারিত হয়েছিল তানিম রহমান অংশুর পরিচালনায় ফিচার ফিল্ম ‘সাহসিকা’। দর্শক মহলে সেটি বেশ সাড়া ফেলেছিলো। এরই ধারাবাহিকতায় এবার আসছে ‘সাহসিকা-২’। এর গল্পও প্রথমটির মতোই একজন নারীকে কেন্দ্র করে। তবে সম্পূর্ণ নতুন আঙ্গিক ও কাহিনির বিস্তার নিয়ে হাজির হচ্ছে এটি। এই গল্পে এমন একটি বিষয় সামনে নিয়ে আসা হয়েছে- যা সমাজে ঘটছে অহরহ।

২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ৩টায় দীপ্ত প্লেতে প্রকাশ করা হয়েছে টিভি ফিচার ফিল্ম ‘সাহসিকা-২’।  এই গল্পে এমন একটি বিষয়কে সামনে নিয়ে আসা হয়েছে যা আমাদের সমাজে ঘটছে অহরহ; কিন্তু সে সম্পর্কে কেউ মুখ খুলছেন না।

কাজী জাহিন হাসানের গল্প ভাবনা ও প্রযোজনায় এর চিত্রনাট্য করেছেন আহমেদ খান হীরক ও নাসিমুল হাসান। জিবরান তানভীরের পরিচালনায় ‘সাহসিকা-২’ এতে অভিনয় করছেন জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, তারিন ও শহীদুজ্জামান সেলিমসহ আরো অনেকে।

চিত্রনাট্যকারদ্বয় বলেন, প্রথম সাহসিকা দর্শক দারুনভাবে গ্রহন করেছিলেন। তারা আশা করছেন সাহসিকা-২ ফিল্মটিও দর্শকনন্দিত হবে।

Facebook
Twitter
LinkedIn