২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৫২

সিরাজগঞ্জে ঢাকা-উত্তরবঙ্গগামী লেনে ১৫ কি.মি যানজট

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। আত্মীয়স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে উত্তর-দক্ষিণাঞ্চলের যাত্রীরা বাড়ি ফিরতে শুরু করেছে। এতে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে অন্তত ১৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) সকালে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে কড্ডার মোড় ও ঝাঐল ওভার ব্রীজ হয়ে প্রায় নলকা মোড় পর্যন্ত ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে এ যানজট সৃষ্টি হয়। তবে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক বলেন, ‘ঈদে ঘরমুখী মানুষের বাড়ী ফেরাকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ প্রচুর বেড়ে যাওয়ায় আজ সকাল থেকেই এ মহাসড়কে ধীরগতি আবার কখনো থেমে থেমে যানজট দেখা দিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই যানজটের তীব্রতা বাড়তে থাকে। একপর্যায়ে বঙ্গবন্ধু সেতুর গেলাচত্বর থেকে নব-নির্মিত নলকা সেতুর প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে কখনো যানজট আবার কখনো ধীরগতি। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা সচেষ্ট রয়েছে ‘

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান বাংলাভিশনকে বলেন, ‘ঢাকা থেকে উত্তরবঙ্গের যাত্রীদের গাড়ীর প্রচুর চাপ থাকায় নলকা সেতুর পূর্বপাশে যানজট রয়েছে। তবে নলকা মোড় হাটিকুমরুল এলাকায় এখনো যানজটের সৃষ্টি হয়নি। তবে পাঁচলিয়া এলাকায় একটি ছোট দূর্ঘটনার জন্য সকালে কিচ্ছুক্ষণ যান চলাচলে ধীরগতি ছিল, এখন স্বাভাবিক রয়েছে।’

Facebook
Twitter
LinkedIn