২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৯:৩৫

 সিরিজ জিতলো বাংলাদেশ

প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়লো বাংলাদেশ ক্রিকেট দল। আজ (রোববার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টি- টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে। আগে ব্যাট করে ইংলিশরা অলআউট হয় মাত্র ১১৭ রানে। জবাবে ১৮ ওভার ৫ বলে সিরিজ জয় করে বাংলাদেশ দল। ম্যাচ সেরা হয়েছেন মেহেদি হাসান মিরাজ। এই জয়ে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরিন শারমীন চৌধুরী। 

ক্রিস জর্ডানের বল তাসকিন সীমানা পার করতেই বাংলাদেশ নতুন এক ইতিহাস রচনা করলো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। টি-টোয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশ দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংলিশরা ব্যাট-বল কোন কিছুতেই সুবিধা করতে পারেনি বাংলাদেশের বিপক্ষে। 

হোম অব ক্রিকেটে টস জিতে বাংলাদেশ ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ডকে। শুরু থেকেই সফরকারী ব্যাটসম্যানদের চেপে ধরে স্বাগতিক বোলাররা। তাসকিন আহমেদ ইংলিশদের প্রথম উইকেট নেন। এরপর মিরাজের স্পিনে দিশেহারা হতে থাকে ইংল্যান্ড। অতিথি দলের কোন ব্যাটসম্যানই ব্যক্তিগত সংগ্রহ বড় করতে পারেননি। ক্যারিয়ার সেরা বোলিং করে মেহেদী মিরাজ পান ৪ উইকেট। তাতে ইংলিশরা অলআউট হয় মাত্র ১১৭ রানে। 

জবাবে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। স্বল্প রান তাড়া করতে নেমে দলের ২৭ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। তবে দলকে জয়ের স্বপ্ন দেখাতে থাকে নাজমুল শান্ত ও মেহেদী মিরাজের ব্যাট। দু’জনের ব্যাটে চড়ে প্রথমবারের মতো ইংলিশদের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে এগুতে থাকে লাল সবুজের জার্সির দলটি। মিরাজ ২০ রানে আউট হলেও নাজমুল শান্ত ৪৬ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে সিরিজ জয়ের বন্দরে নোঙর করান। 

আগামী ১৪ই মার্চ মিরপুর স্টেডিয়ামে হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ।

Facebook
Twitter
LinkedIn