Search
২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৮শে শাবান, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৭:০৬

সিরিজ নিশ্চিত করার ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ

প্রথম ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলংকাকে হারালেই সিরিজ নিশ্চিত হবে তামিম ইকবালদের। 

শুধু সিরিজ নিশ্চিত করাই নয়, দ্বিতীয় ওয়ানডেতে জয় পেলে আইসিসির ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে বাংলাদেশ দল। সমান ৪০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়ার পরেই আছে বাংলাদেশ।  

মঙ্গলবার দুপুর ১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে। 

প্রথম ম্যাচে ৬ উইকেটে ২৫৭ রান করে মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমানদের দুর্দান্ত বোলিংয়ে ৩৩ রানের জয় পায় বাংলাদেশ।

প্রথম ম্যাচে জয় পাওয়ায় উইনিং কম্বিনেশন হয়তো ভাঙবে না বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে যে একাদশ নিয়ে মাঠে নেমেছে সেই দল নিয়েই দ্বিতীয় ম্যাচ খেলতে পারে টাইগাররা।  

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, সাইফউদ্দিন, মেহেদী হামান মিরাজ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

Facebook
Twitter
LinkedIn