২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ৮:৪০

সিলেটের প্রস্তুতি ক্যাম্পে খুশি হাথুরুসিংহে

আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন একদিনের ক্রিকেট সিরিজে ইতিবাচক মনোভাব নিয়ে খেলবে টাইগাররা। তিনদিনের অনুশীলন ক্যাম্প শেষে সিলেটে একথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে। ইংল্যান্ডের মাটিতে সিরিজের জন্য সিলেটের এই অনুশীলন কাজে আসবে বলেও মনে করেন তিনি। আগামীকাল ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগাররা। 

ইংল্যান্ডের মাটিতে আগামী ৯ই মে শুরু হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের একদিনের ক্রিকেট সিরিজ। এরজন্য সিলেটে বৃহস্পতিবার থেকে টানা তিনদিন অনুশীলন ক্যাম্প করে টাইগাররা। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্পের শেষদিনে গণমাধ্যমের সাথে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে। 

ইংলিশ কন্ডিশনে বাউন্সি উইকেটে যেনো ব্যাটসম্যানরা ব্যাট করতে পারে সেই প্রস্তুতিও নিয়েছে টাইগাররা। সিলেটের উইকেটে পরিকল্পনা মতো ক্রিকেটারদের অনুশীলনে খুশি হাথুরুসিংহে। 

তিনি বলেন,‘ পরিকল্পনা অনুযায়ী আমরা সিলেটে যে তিনদিনের প্রস্তুতি ক্যাম্প করেছি সেটা ভালো হয়েছে। 

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে যে দাপট দেখিয়েছিল টাইগাররা, সেই দাপট ইংল্যান্ডের মাটিতে দেখতে চান বলে জানিয়ে প্রধান কোচ বলেন,‘ আমরা ইতিবাচক মনোভাব নিয়ে ওদের বিপক্ষে খেলবো। আমাদের লক্ষ্য থাকবে আক্রমণাত্বক ক্রিকেট খেলা।’

আইরিশদের বিপক্ষে খেলতে রোববার ইংল্যান্ডের উদ্দেশে রওনা হবে টাইগাররা। ইংল্যান্ডের চেমসফোর্ডে অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। প্রথম খেলা হবে ৯ই মে।

Facebook
Twitter
LinkedIn