Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৭:২৮

সিলেটে চলছে পরিবহন ধর্মঘট

সিলেটে ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদের নেতারা। 

বুধবার ভোর ছয়টা থেকে পুরো জেলায় শুরু হয় এ ধর্মঘট। ফলে আঞ্চলিক ও দূর পাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। 

এতে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়েছেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর অনেকে বাধ্য হয়ে হেঁটে গন্তব্য রওনা দেন।  

পরিবহন নেতারা জানান, সিএনজি স্টেশনগুলোর গ্যাসের সংকট দূর করা, রাজনৈতিক বিভিন্ন মামলায় শ্রমিকদের মুক্তি ও ২০২১ সালে নগরীর চৌহাট্টায় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলা প্রত্যাহারের দাবি তাদের। আজকের মধ্যে দাবি আদায় না হলে বিভাগজুড়ে ধর্মঘটেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Facebook
Twitter
LinkedIn