২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:০৭

সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। রোববার (৯ জানুয়ারি) রাত ৮টায় তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের পরামর্শে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ‍উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে শায়রুল কবির খান বলেন, মেডিক্যাল বোর্ডের পরামর্শে ম্যাডামকে কেবিনে নেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার বিকেলে খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের সদস্যরা বৈঠক করেন। ওই বৈঠকের পরই তাকে সিসিউই থেকে কেবিনে নেয়ার সিদ্ধান্ত হয়।

এর আগে গত বছরের ১৩ নভেম্বর খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। এরমধ্যে বিএনপি ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে একাধিকবার তাকে চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে। একই দাবিতে সারা দেশে নানা কর্মসূচিও পালন করে আসছে বিএনপি।

Facebook
Twitter
LinkedIn