২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৪৬
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৪৬

সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করল বিএসএফ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের খাঁটিয়ামাড়ী সীমান্তে এক বাংলাদেশিকে যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

নিহতের নাম হাসিনুর রহমান ওরফে ফকির জান (২৮)। তিনি খাঁটিয়ামাড়ী এলাকার আবুল হোসেনের ছেলে।

শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন রৌমারী থানার ওসি মুনতাসির বিল্লাহ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৬২/৩ এর পাশ দিয়ে ভারতে গরু আনতে যান হাসিনুরসহ কয়েকজন। 

এসময় আসাম রাজ্যের হাটসিংমারী জেলার মাইনকার চর থানার কসুনিমারা ক্যাম্পের বিএসএফ-৬ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করেন। 

এসময় হাসিনুরের বুকে ও পেটে গুলি লাগে। পরে তার সঙ্গীরা রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

Facebook
Twitter
LinkedIn