১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৪৪
১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৪৪

সুনামগঞ্জে ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

জেলার জগন্নাথপুরে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। রোববার (২ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার রাণীগঞ্জ-জগন্নাথপুর সড়কের আলীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশা চালক আউশাকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের শুভ আহমদ (২৫) ও পাইলগাঁও ইউনিয়নের এরালিয়া গ্রামের আমির হোসেন (৫৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে উপজেলার আলীগঞ্জ এলাকার রানীগঞ্জ সড়কে রানীগঞ্জগামী অটোরিকশার সঙ্গে টাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ দুইজন ঘটনাস্থলে নিহত হন। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়েদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থল এসে দুজনের লাশ উদ্ধার করেছি। তবে ট্রলির চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook
Twitter
LinkedIn