Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ৩:০০

সুপার ওভারে নামিবিয়ার রোমাঞ্চকর জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের বি গ্রুপের খেলায় সুপার ওভারের রোমাঞ্চে ওমানকে ১১ রানে হারিয়েছে নামিবিয়া।

সোমবার কিংসটন ওভালে প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১০৯ রান করে অরআউট হয় ওমান। জবাবে ব্যাটে নেমে পুরো ২০ ওভার খেলে ৬ উইকেট ১০৯ রানে থামে নামিবিয়াও। এরপর সুপার ওভারে আগে ব্যাট করে ২১ রান তোলেন নামিবিয়ার দুই ব্যাটার ডেভিড উইসি ও ইরাসমাস। জবাবে ওমান তুলতে পারে কেবল ১০ রান।

আগে ব্যাটে নেমে আজ ইনিংসের শুরুতেই বিপাকে পড়ে ওমান। প্রথম দুই বলেই দুই উইকেট তুলে নেন ট্রাম্পেলান। এই ঝকি সামলে উঠতে না উঠতেই তৃতীয় ওভারে আবারো উইকেট হারায় ওমান। এবারো উইকেট নেন সেই ট্রাম্পেলান।

এরপর ২৭ রানের একটি জুটি গড়েন জিশান ও খালিদ কাইল। ২২ রান করা জিসানকে ফিরিয়ে জুটি ভাঙেন ডেভিড উইসি। পঞ্চম উইকেট জুটিতে আসে আরও ৩১ রান। এরপর আর কোনো জুটিই বড় হয়নি।

খালিদ ৩৯ বলে ৩৪ রান করে ফিরলে ওমানের বড় সংগ্রহের পথও বন্ধ হয়ে যায়। শেষদিকে শাকিল আহমেদের ১১ রানে ভর করে ১৯ ওভার ৪ বলে ১০৯ রান তুলে অলআউট হয় ওমান।

ট্রাম্পেলিন ২১ রানে চার উইকেট আর উইসি ২৮ রানে নেন তিনটি উইকেট।

নামিবিয়ার সামনে লক্ষ্য ছোট ছিল। তবে নিয়ন্ত্রিত বোলিংয়ে সেই লক্ষ্যই কঠিন করে তোলে ওমানের বোলাররা। ওপেনার মাইকেল ভেনকে প্রথম ওভারেই সাজঘরের পথ দেখান বিলাল খান। এরপর জুটি গড়েন নিকোলাস ডাভিন ও জন ফ্রাইলিংক। 

এই জুটি ভাঙে নবম ওভারে। তবে দীর্ঘ সময় ব্যাট করেও রানের চাকা সচল রাখতে পারেননি দুজন। ডাভিন ৩১ বলে ২৪ রান করে ফেরার সময় নামিবিয়ার সংগ্রহ ছিল ৪২। অধিনায়ক এরাসমাস ১৬ বলে করেন ১৩ রান। জেজ স্মিট ১২ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন। তবে অপরপ্রান্ত আগলে রাখেন ফ্রাইলিংক।

শেষ ৩ ওভারে নামিবিয়ার প্রয়োজন ছিল ১৮ রান। শেষ ওভারে এই সমীকরণ দাঁড়ায় ৬ বলে ৫ রানের। মেহরান খান প্রথম বলে উইকেট নেওয়ার পর দ্বিতীয় বল দেন ডট। তৃতীয় বলে আবার উইকেট। চতুর্থ বলে আসে ২ রান। শেষ বলে দরকার চিল ২ রানের। তবে ক্রুগার এক নিতে সক্ষম হন ওমানের উইকেটকিপারের ভুলে। তাতে ম্যাচ টাই হয়, গড়ায় সুপারওভারে। 

Facebook
Twitter
LinkedIn