২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৭:০০

সুর কেটে গেলো সুখী দল চট্টগ্রামের

বিতর্ক ছাড়া বিপিএল আয়োজন সম্ভব হয়নি। কথাটা খোদ বিপিএল গর্ভনিং কাউন্সিলের সভাপতির। আগের সাত আসর নিয়ে নানা অভিযোগ ছিলো, বিতর্ক ছিলো। এবাবের বিপিএলও বিতর্ক দিয়ে শুরু হয়। আধুনিক যুগের ক্রিকেটে ডিআরএস না থাকা যে বড্ড বেমানান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসর ওই ডিআরএস ছাড়াই শুরু হয়েছিলো। চট্টগ্রাম পর্বে বিকল্প ডিআরএস ওই অভাব মিটিয়েছে। তবে শুরু হয়েছে নতুন বিতর্ক। দলীয় কোন্দলে বিপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মিরাজ।

রবিবার (৩০ জানুয়ারি) মিরাজ জানিয়েছেন, তিনি বিপিএলের চলতি আসরে  আর খেলবেন না। মায়ের অসুস্থতার জন্য ফিরে আসছেন ঢাকা। তবে মূল কারণ, হুট করে কোন ব্যাখ্যা ছাড়া তাঁর নেতৃত্বভার কেড়ে নেওয়া।

অধিনায়কের চেয়ার থেকে তাঁকে সরিয়ে নেওয়ার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে চট্টগ্রাম টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, হেড কোচ পল নিক্সন দেশ ছাড়ার আগে মিরাজকে চাপমুক্ত রাখতে নেতৃত্ব থেকে সরিয়ে নিতে বলে গেছেন।

ওই যুক্তি মিরাজ-এর ‘অজুহাত‘ মনে হয়েছে কেবল। কারণ তাঁর নেতৃত্বে দল ভালো করছিলো। বিপিএলের পয়েন্ট টেবিলে চট্টগ্রাম শীর্ষে আছে। নিক্সনের সংগে মিরাজ-এর জুটি ছিলো ভালো। হুট করে যাওয়ার সময় তাঁকে নেতৃত্ব ছাড়তে কেন বলবেন?

ধারণ করা হচ্ছে, চট্টগ্রামের মালিক পক্ষের সংগে ঝামেলা হয়েছে মিরাজ-এর। তাঁরা জাতীয় দলের এই অলরাউন্ডারের নেতৃত্ব পছন্দ করছেন না। সেজন্য মাত্র এক ঘণ্টার নোটিশে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। আলোচনা ছাড়া, কারণ খোলাসা না করে হুট করে সরিয়ে দেওয়া বিব্রতকর লেগেছে ডানহাতি এই অলরাউন্ডারের।

চট্টগ্রাম অবশ্য মিরাজ-এর সিদ্ধান্তে বিপদেই পড়েছে। নেতা মিরাজকে না চায়লেও অলরাউন্ডার মিরাজকে দরকার তাঁদের। কারণ ব্যাটে বলে তাঁর জায়গা পূরণ করার মতো কেউ নেই চট্টগ্রামের দলে। সেজন্য চট্টগ্রাম কর্তৃপক্ষ মিরাজ-এর সংগে আলোচনায় বসতে চায় বলে জানিয়েছে।

Facebook
Twitter
LinkedIn