Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ৪:০১

সুশাসন ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগনকে স্বচেতন ভুমিকা পালন করতে হবে –

সাঈদ ইবনে হানিফ ]৷ বাঘারপাড়া ঃ সুশাসন – সামাজিক ন্যায় বিচার নিশ্চিত এবং শোষিত – বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় জনগণকে স্বচেতন ভুমিকা পালন করতে হবে । আর এই লক্ষ্যে জনগণকে সোচ্চার এবং সংগঠিত করতে সুশাসনের জন্য নাগরিক ( সু-জন) সবসময় পরামর্শ মূলক ভুমিকা পালন করে থাকে । বক্তারা বলেন, সংবিধানের ভাষায় রাষ্ট্রের মালিক জনগণ । বাকিরা প্রজাতন্ত্রের কর্মচারী। কিন্তু সেই প্রজাতন্ত্রের কর্মচারীরা আজ জনগণের ঘাড়ের উপর চেঁপে বসে উল্টো জনগণকেই কর্মচারী ভাবতে শুরু করেছে । এজন্য জনগণকে তার মালিকানা বুঝে নিতে সচেতন সোচ্চার এবং সংগঠিত হতে হবে । তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক দল গুলোর মধ্যে সংলাপ এখন সময়ের দাবি । সেই লক্ষ্যে, সু-জনের নেতৃবৃন্দ ও সদস্যগন সমাজের এবং রাজনৈতিক নেতৃত্ব পর্যায়ের ব্যাক্তিদের মধ্যে সমন্বয়ের চেষ্টা অব্যাহত রেখেছেন । ৬, সেপ্টেম্বর সকাল ১০ টায় – সুশাসনের জন্য নাগরিক, (সু-জনের) বাঘারপাড়া উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত এক সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন । বিশিষ্ট সামাজিক ব্যাক্তিত্ব মোঃ হাফিজুর রহমান হাফিজ এর সভাপতিত্বে, এবং অজয় কুমার বিশ্বাসের পরিচালনায় স্থানীয়, বন্দবিলা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সাধারণ সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও বাঘারপাড়া উপজেলার একাডেমিক সুপারভাইজার মোঃ ওহিদুজ্জামান, এবং বীরপ্রতীক ইসহাক মহাবিদ্যালয়ের অধ্যাক্ষ মোঃ মোস্তাক মোরশেদ, সুজনের যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আবু সাঈদ মোহাম্মদ আতিকুর রহমান, বাঘারপাড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল কবির মিঠু, বাঘারপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমাজের কথা পত্রিকার প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির, দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি ফরিদুজ্জামান ফরিদ, প্রেসক্লাবের সদস্য ও গ্রামের সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার সাঈদ ইবনে হানিফ, সুজনের সদস্য ইমতিয়াজ উদ্দিন, মাষ্টার বিনয় কুমার বিশ্বাস, রাজিবুল খান সোহাগ, আফরিন সানোয়ার, তাহমিনা বেগম, দিলরুবা পারভীন, রীনা আক্তার, চম্পা রানী, রিয়াজ হোসেন, মোস্তফা আমির ফয়সাল, আলতাপ হোসেন, প্রমূখ ঃ সভায় অধ্যাক্ষ মোস্তাক মোরশেদ কে সভাপতি করে সু-জনের বাঘারপাড়া উপজেলার একটি পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

Facebook
Twitter
LinkedIn