সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০৯ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে। এদিন সূচকটি ৬ হাজার ৮৩৯ পয়েন্টে অবস্থান করছে। যা গত ২ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান সূচকটির। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৫০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৬২ কোটি ৪২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৮৭ কোটি ৮৫ লাখ টাকার।
আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮৩৯ পয়েন্টে। যা গত ২ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান সূচকটির। এর আগে গত ৩০ ডিসেম্বর সূচকটির অবস্থান ছিল ৬ হাজার ৭৫৬ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩৫ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২২ পয়েন্ট কমেছে।