২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১০:৩৯
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১০:৩৯

সেই কথারই প্রমাণ পেলাম -অপর্ণা ঘোষ

টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। সম্প্রতি তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। গত ১০ ডিসেম্বর তিনি সাত পাঁকে বাঁধা পড়েছেন। বিয়ের পর এ কদিন কেমন কাটলো এ অভিনেত্রীর? অপর্ণা বলেন, ভালো সময় কেটেছে। বিয়ে করলে ভালো সময় কাটে এ কথা শুনেছিলাম। সেই কথারই প্রমাণ পেলাম। সবাইকে বলবো বিয়ে করুন। পনেরো দিন আমি আর সত্রাজিৎ একসঙ্গে ছিলাম।

আমার জীবনের অন্যতম সুন্দর সময় ছিল এ কদিন। কথায় আছে ভালো সময় বেশি দিন থাকে না। অপর্ণার ক্ষেত্রেও তাই ঘটেছে। গত ২৫শে ডিসেম্বর তার বর সত্রাজিৎ জাপান চলে গেছেন। অপর্ণা বলেন, খানিকটা তো মন খারাপ হচ্ছেই। ও চলে যাওয়া পর ভীষণভাবে মিস করছি। বলে বোঝাতে পারবো না। তবে কিছু করার নেই। ওর কাজ আছে ওখানে। যেতেই হলো। সত্রাজিৎ কবে নাগাদ আবার বাংলাদেশে আসবেন? অপর্ণা বলেন, ২০২১ সালের মে মাসে ও আবার আসবে। আপনার বর তো কাজের জন্য চলে গেলেন। আপনিও কি কাজ শুরু করেছেন? অপর্ণা বলেন, আমিও গতকাল থেকে কাজ শুরু করে দিয়েছি। বিয়ের জন্য প্রায় এক মাস বিরতি নিয়েছিলাম। ‘তোলপাড়’ শিরোনামের ধারাবাহিক নাটকটি দিয়ে কাজে ফিরলাম। অনেকদিন পর কাজে ফিরে ভালো লাগছে। সেটে যাওয়ার পর সহকর্মীরা শুভেচ্ছা জানালো। ব্যাপারটা অন্যরকম লেগেছে। সবার জন্য আমার অফুরন্ত ভালোবাসা আর কৃতজ্ঞতা। যারা আমার নতুন জীবনে শুভকামনা ও শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে, ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ নামের অনুদানের একটি সিনেমাতেও অভিনয় করছেন অপর্ণা। যেটির শেষ লটের কাজ শুরু হবার কথা ছিল। কবে নাগাদ শুটিং হবে জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, নতুন বছরের জানুয়ারির মাঝামাঝি বা শেষের দিকে শুরু হবে। ওটার জন্যই খানিকটা প্রস্তুতি নিয়ে রেখেছি। যতটুকু শুটিং করেছিলাম ভালো হয়েছে। এছাড়া জানুয়ারির ১৫ তারিখ গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে অপর্ণার ‘মেঘমল্লার’র প্রদর্শিত হবে। ওই প্রদর্শনীতে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন তিনি।

Facebook
Twitter
LinkedIn