Search
১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ / ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ / ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি / রাত ১০:১৩

সেই মডেলকে বিয়ে করতে ৪ কোটি টাকা যৌতুক সাধলেন আরব শেখ

পুরুষদের ওপর নির্ভর করতে করতে বিরক্ত হয়ে গিয়েছিলেন এই মডেল। তাই পুরুষদের তোয়াক্কা না করে নিজেকেই বিয়ে করে সম্প্রতি শিরোনামে এসেছিলেন তিনি। বিয়ের পোশাকে চার্চের সামনে দাঁড়ানো তার ছবিও ভাইরাল হয়েছিল। নিজের বিশেষ দিনটি বন্ধুদের সঙ্গে উদযাপনও করেছিলেন তিনি।

৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান মডেল ক্রিস গ্যালেরা যখন নিজেকে বিয়ে করেন তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হয়েছিলেন। যদিও সেসব মোটেও আমলে নেননি ক্রিস।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একজনের অনুরোধে চোখ আটকে যায় ক্রিসের। একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে ক্রিস জানান, এক আরব শেখের বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। ওই আরব শেখ ক্রিসকে ‘নিজেকে ডিভোর্স’ দিয়ে তাকে বিয়ে করতে বলেছেন।

ওই গণমাধ্যমকে ক্রিস জানান, আবর শেখ আমাকে বিয়ে করার জন্য পাঁচ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ২৬ লাখ টাকা) যৌতুক দিতে চেয়েছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ক্রিস ওই আরব শেখের সঙ্গে একবার কথাও বলেছেন।

ক্রিস অবশ্য তার প্রস্তাব সরাসরি নাকচ করে দেন।

Facebook
Twitter
LinkedIn