২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৮শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১:১৩

সেই রুনুকে দিয়েই শুরু দেশে করোনা টিকার বুস্টার ডোজ

দেশে সর্বপ্রথম করোনাভাইরাস সংক্রমণ রোধে টিকা নিয়েছিলেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। সেই রুনুর বুস্টার ডোজ গ্রহণের মাধ্যমে দেশে শুরু হলো করোনা সংক্রমণ প্রতিরোধে টিকার বুস্টার ডোজের টিকাদান কার্যক্রম।

রোববার দুপুর ১২টায় রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএসএ) অডিটোরিয়াম হলে ‘বুস্টার ডোজ প্রদান কার্যক্রম’ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বুস্টার ডোজের টিকা নেন।

স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র জানায়, যারা করোনার টিকার দুই ডোজ নিয়েছেন, তারা ধাপে ধাপে বুস্টার ডোজ পাবেন। এই জন্য তাদের আর সুরক্ষা অ্যাপে নিবন্ধন করার প্রয়োজন হবে না।

প্রাথমিকভাবে ষাটোর্ধ্ব নাগরিকগণ ও চিকিৎসকসহ ফ্রন্টলাইন দায়িত্বরত ব্যক্তিদের বুস্টার ডোজের আওতায় আনা হবে। পর্যায়ক্রমে অন্যরাও বুস্টার ডোজ পাবে।

ফাইজারের টিকাই বুস্টার ডোজের জন্য ব্যবহার করা হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়

Facebook
Twitter
LinkedIn