Search
২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ১০:১৫

সেনাবাহিনীর হাতে উদ্ধার অন্তঃসত্ত্বা সুমি মা হয়েছেন

ফুলগাজী উপজেলার বাসিন্দা অন্তঃসত্ত্বা মোছাম্মৎ সুমি বেগম। স্মরণকালের ভয়াবহ বন্যায় গর্ভের অনাগত সন্তানকে নিয়ে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন সুমি। হয়তো অনাগত সন্তানকে নিয়ে গুণছিলেন মৃত্যুর প্রহর। সন্তানকে পৃথিবীর আলো দেখানোর আগেই জীবনের আলো নিভে যাওয়ার তীব্র কষ্ট হয়তো তাড়া করছিল তাকে। ঠিক সেই মুহূর্তে ত্রাতার ভূমিকায় আর্বিভাব হয় বাংলাদেশ সেনাবাহিনীর।

বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে ফেনীর ফুলগাজী থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার হওয়া সেই অন্তঃসত্ত্বা নারী মোছাম্মৎ সুমি বেগম মা হয়েছেন। গতকাল শুক্রবার (২৩ আগস্ট) কুমিল্লা সিএমএইচ-এর গাইনী বিভাগে পুত্র সন্তানের জন্ম দেন সুমি। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে

Facebook
Twitter
LinkedIn