২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৩৪

সেনেগালের বিপক্ষে ব্রাজিলের লজ্জার হার

কাতার বিশ্বকাপের পর হার যেন পিছু ছাড়ছেই না ব্রাজিলের। ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে হেক্সা মিশন ব্যর্থ হয়েছে সেলেসাওদের। এরপর আফ্রিকার দেশ মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচেও দেখতে হয় পরাজয়ের মুখ। এবার আফ্রিকার আরেক দেশ সেনেগালের বিপক্ষেও হারল তারা। 

মঙ্গলবার (২০ জুন) দিবাগত রাতে পর্তুগালের লিসবনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সাদিও মানের দলের বিপক্ষে ৪-২ গোলে পরাজিত হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

খেলা শুরুর ১১ মিনিটে পাকুয়েতার গোলে এগিয়ে যায় ব্রাজিল। ২২ মিনিটে দিয়াল্লোর গোলে সমতায় ফিরে বিরতিতে যায় সেনেগাল। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে দলের সেনেগালের পক্ষে জোড়া গোল করে সাদিওমানে এবং আরেকটি গোল উপহার দেয় প্রতিপক্ষেও দলের ডিফেন্ডা মারকুইনহোস। 

এদিকে, মারকুইনহোসের গোলেই ব্রাজিল ব্যবধান কমালেও হার এড়াতে ব্যর্থ হয় সাবেক চ্যাম্পিয়নরা। আর ৪-২ গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে সেনেগাল।  আরেক ম্যাচে স্বাগতিক জার্মানিকে ২-০ গোলে হারিয়েছে কলোম্বিয়া। 

Facebook
Twitter
LinkedIn