Search
২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ১১:৪৫

সেনেগালে বাস উল্টে নিহত ২৩

সেনেগালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ২৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বুধবার (২৬শে জুলাই) দেশটির উত্তরাঞ্চলে একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার উত্তর সেনেগালে সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ম্যাকি সাল। দুর্ঘটনাটি নিউনে সার এলাকার মহাসড়কে ঘটে।

দুর্ঘটনাস্থলের কাছাকাছি অবস্থিত লোগা শহরের ডেপুটি মেয়র মাদজিগুয়েন গুয়ে সানকারে বলেছেন, একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। এতে প্রাণহানির এই ঘটনা ঘটে।

লোগা শহরের ডেপুটি মেয়র মাদজিগুয়েন গুয়ে সানকারে রয়টার্সকে বলেছেন যে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে।

তিনি বলেন, দুর্ঘটনায় আহতদের লুগার হাসপাতালে এবং  নিহতদের বিভিন্ন মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

Facebook
Twitter
LinkedIn