ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের মরদেহে শ্রদ্ধা জানাতে গিয়ে হাসিমুখে সেলফি তুলে বিপাকে পড়েছেন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এই ফিফা কর্তাকে নিয়ে সমালোচনা হচ্ছে ফুটবল অঙ্গনে। তবে এক বিবৃতিতে সেলফি তোলার কারণ স্পষ্ট করেছেন ফিফা সভাপতি।
সান্তোসের ভিলা বেলমিরোতে সর্বস্তরের মানুষ যেন শ্রদ্ধা জানাতে পারে তার জন্য গতকাল সোমবার ২৪ ঘণ্টার জন্য রাখা হয়েছিল পেলের শবদেহ। ব্রাজিলিয়ান কিংবদন্তিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সেখানে ঢল নামে লাখো জনতার। বিভিন্ন অঙ্গনের তারকারা ছুটে যান পেলেকে সম্মান জানাতে।
সেখানে উপস্থিত হয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও। সেসময় ফিফা সভাপতিকে পেলের পরিবারকে শান্তনা দিতে দেখা যায়। তবে এরপরই অদ্ভুত এক কান্ড ঘটান ফিফা প্রধান।
পেলের কফিনের সামনে দাঁড়িয়ে হাসিমুখে সেলফি তোলেন তিনি। এরপরই সমালোচনার বাণ ছুটে আসে তার দিকে। ফিফা প্রধানের মতো এমন একজন দায়িত্বশীল ব্যক্তির এমন আচরণ মেনে নিতে পারেননি ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই কান্ড নিয়ে চলছে সমালোচনা।
এদিকে, সমালোচনার জবাব দিয়েছে ফিফা প্রেসিডেন্ট। তিনি বলেন, পেলের পরিবারের সদস্যদের অনুরোধে আমি তাদের সাথে ছবি তুলেছিলাম