১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / রাত ৯:৫১

সোনারগাঁওয়ে ফ্রেশ কোম্পানি কারখানায় আগুন, কাজ করছে ৯টি ইউনিট

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৪ জুলাই) সকাল ৮টার কিছুক্ষণ আগে-পরে এই আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বেশ কয়েকটি ইউনিট।

সকাল পৌণে আটটার দিকে মেঘনা গ্রুপের ফ্রেশ কোম্পানি এক কারখানায় আগুন লাগার  খবর পেয়ে কয়েক মিনিটেই আগুন নিয়ন্ত্রণে হাজির হয় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। পরে আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও কয়েকটি ইউনিট পাঠানো হয়। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে আগুন নিয়ন্ত্রণে আনতে দুই দফায় ৯টি ইউনিট পাঠানো হয়েছে।

মেঘনা শিল্পাঞ্চলের ফ্রেশের একটি কারখানায় আগুন লাগে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এবং হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Facebook
Twitter
LinkedIn