২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ৯:২৭

সোভিয়েত আমলের যুদ্ধবিমান দেবে পোল্যান্ড

একাদশ দিনে পড়েছে  ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান। রুশ সামরিক বাহিনীর ব্যাপক হামলার মুখে বিপর্যস্ত পূর্ব ইউরোপের দেশটি বহু শহর ও স্থাপনা। ন্যাটো সরাসারি যুদ্ধে যোগ না দেবার কথা জানালেও রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে ইউক্রেনে সোভিয়েত আমলের যুদ্ধবিমান পাঠানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র-পোল্যান্ড।

আজ রোববার (০৬ ই মার্চ) বিবিসি সংবাদমাধ্যমের এক বরাতে জানায়, রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনে সেনা না পাঠালেও সহায়তা করতে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। এরই ধারাবাহিকতায় এই পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

পোল্যান্ডের সাথে একটি চুক্তির বিষয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা, যার মাধ্যমে সোভিয়েত আমলের কিছু যুদ্ধবিমান ইউক্রেনকে দেবে পোল্যান্ড। তার বিনিময়ে যুক্তরাষ্ট্র পোল্যান্ডকে অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান দেবে। ইউক্রেনের পাইলটদের বিশেষ করে রাশিয়ার তৈরি যুদ্ধবিমান দরকার। কারণ তারা এ ধরনের বিমান চালনায় প্রশিক্ষিত।

অবশ্য পোল্যান্ড যদি ইউক্রেনকে এই বিমান সরবরাহ করে, সেটি পূরণে যুক্তরাষ্ট্র ঠিক কি করবে, তা নিয়েই বর্তমানে বিশেষ আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের ৩০০ জনের বেশি সিনেটরের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কির বৈঠকে তিনি জানান, তার দেশের জরুরি ভিত্তিতে এখন যুদ্ধবিমানের দরকার। 

Facebook
Twitter
LinkedIn