Search
২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ১০:০২

সৌদিতে করোনার সব বিধিনিষেধ বাতিল

করোনাভাইরাস মহামারি প্রতিরোধে আরোপ করা সকল বিধিনিষেধ তুলে নিয়েছে সৌদি আরব। এখন থেকে দেশটিতে চলাফেরায় সামাজিক দূরত্ব বজায় রাখার প্রয়োজন হবে না। এছাড়া মাস্ক পরাও বাধ্যতামূলক নয়। শনিবার (০৫ই মার্চ) থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক না হলেও ঘরোয়া কোনো আয়োজনে মাস্ক পরতে হবে। তবে সারাদেশে একই নিয়ম থাকলেও মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে মাস্ক পরা বাধ্যতামূলক রাখা হয়েছে। 

নতুন নির্দেশনা অনুযায়ী, সৌদি আরবে প্রবেশের পর আর কোয়ারেন্টাইন করতে হবে না। এছাড়া দেশটিতে পৌঁছানোর পর আরটি পিসিআর পরীক্ষারও প্রয়োজন হবে না।করোনাভাইরাস সংক্রমণ থেকে চিকিৎসার খরচ কভার করে এমন একটি বীমা পাওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত ধরণের ভিজিট ভিসায় কিংডমে আগমন।

সৌদিতে প্রবেশ করা সকল ভিজিট ভিসাধারীর স্বাস্থ্যবীমা করতে হবে। যাতে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে সেখান থেকে চিকিৎসা ব্যয় বহন করা যায়। তবে করোনাবিধি ওঠালেও টিকাদান জোরদারের ওপর গুরুত্বারোপ করছে সৌদি। এছাড়া দেশটিতে প্রবেশে তাওয়াক্কালনা অ্যাপসে যাত্রীদের স্বাস্থ্যের অবস্থা যাচাই করার পদ্ধতি গ্রহণ করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn