হজ পালন করতে সৌদি আরবে পৌঁছানোর পর মো. জাহাঙ্গীর কবির নামের এক বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। ৫৯ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
১১ জুন মক্কা আল-মুকাররমায় তিনি ইন্তেকাল করেন বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত হজ অফিসার মোহাম্মদ মাহবুব আলম।
গত ৫ জুন থেকে সর্বমোট ৭,৫৭৩ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। সৌদি পৌঁছানোর পর এই প্রথম কোন বাংলাদেশি ইন্তেকাল করলেন।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে।
এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন (রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ), অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন।