২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ৮:২৫

সৌদিতে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে চলতি হজ মৌসুমে মো. আসাদুজ্জামান নামে বাংলাদেশি এক হজযাত্রী মারা গেছেন। তিনি ১৫ মে মদিনায় মারা যান। এটিই এবারের হজে প্রথম কোন বাংলাদেশির মৃত্যু। মারা যাওয়া হজযাত্রীর পাসপোর্ট নম্বর এ-১৩৫৬১০৩৪। 

শনিবার (১৮ মে) ভোররাত ৩টার দিকে হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। মো. আসাদুজ্জামানের গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার ৭ নম্বর মাসকা ইউনিয়নের সাতাশী গ্রামে।

জানা যায়, মদিনায় মসজিদে নববীতে থাকা অবস্থায় হঠাৎ অজ্ঞান হয়ে পরেন মো. আসাদুজ্জামান। পরে তাকে কিং সালমা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।

হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত রাত ৩টা পর্যনÍ ২৭ হাজার ১১১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। অন্যদিকে এখনো ৪ হাজার ২৫৬ জন হজযাত্রীর ভিসা হয়নি।

Facebook
Twitter
LinkedIn