সৌদির জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন রবার্তো মানচিনি। ২০২৭ পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন ৫৮ বছর বয়সী এই ইতালিয়ান। বছরে তাকে আড়াই কোটি ইউরো বেতন দেওয়া হবে জানিয়েছে সংবাদমাধ্যম।
এ বিষয়ে মানচিনি বলেন, এটি আমার জন্য একটি দুর্দান্ত সুযোগ। একটি নতুন দেশে ফুটবল কোচের অভিজ্ঞতা হবে আমার। বিশেষ করে, এশিয়ায় ফুটবলের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সৌদি প্রো লিগে খেলা শীর্ষ পর্যায়ের ফুটবলাররা সৌদি আরবের খেলোয়াড়দের অনেক সাহায্য করবে।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকেই বাজে সময় পার করছিল ইতালির ফুটবল দল। এ সময়ে দলটির দায়িত্ব নেন মানচিনি। পরে দলটিকে ২০২০ সালে ইউরোর শিরোপা জেতান তিনি। এরপর আবারও বাজে সময়ের মধ্য দিয়ে যায় ইতালি। কাতার বিশ্বকাপ বাছাইপর্বও পার হতে পারেনি দলটি। এরপরও ইতালির দায়িত্বে ছিলেন মানচিনি। এরই মাঝে হঠাৎ গত ১৩ই আগস্ট ইতালির কোচ থেকে পদত্যাগ করেন তিনি।