২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৩১

সৌদি ক্লাবে রোনাল্ডো, অতিরিক্ত বেতন নিয়ে নিন্দার ঝড়

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিলেন ক্রিস্টিয়ানো রোনল্ডো। ৩৭ বছর বয়সি এই পর্তুগিজ তারকা এশিয়ার ক্লাবটির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন। টুইট করে বিষয়টি নিশ্চিত করেছে আল নাসর ক্লাব কর্তৃপক্ষ। খবর ইএসপিএন ও মার্কার। 

ইএসপিএন জানিয়েছে, আল নাসর ক্লাবে প্রতি বছর সাড়ে সাত কোটি ডলার বেতন পেতে পারেন রোনাল্ডো। যা সত্যি হলে ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার হবেন তিনি।

রোনাল্ডোর অতিরিক্ত এই বেতন নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এক  সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘টাকা বড় কথা নয়। সম্মানের সঙ্গে ক্যারিয়ার শেষ করতে চাই।’ কয়েকমাস আগে পিয়ারস মরগানের সঙ্গে এক সাক্ষাৎকারে এই কথা বলেন রোনালদো।  

শুক্রবার এক বিবৃতিতে রোনাল্ডো বলেছেন, ‘একটি ভিন্ন দেশে নতুন ফুটবল লিগের অভিজ্ঞতা নিতে আমি রোমঞ্চিত বোধ করছি। সৌদি আরবের ফুটবলের উন্নয়নে আল–নাসরের লক্ষ্য খুবই অনুপ্রেরণাদায়ক।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের জয়ের প্রসঙ্গ টেনে রোনালদো বলেন, সৌদি আরবের সাম্প্রতিক বিশ্বকাপ সাফল্য বলে দিচ্ছে এই দেশটির ফুটবল নিয়ে লক্ষ্যটা অনেক বড় এবং অনেক সম্ভাবনাময়ী।


আল-নাসরে যোগ দিয়ে ইউরোপীয় ফুটবলে নিজের সাফল্যের কথা উল্লেখ করে রোনালদো বলেন, আমি সৌভাগ্যবান যে, ইউরোপিয়ান ফুটবলে যা কিছুর জন্য খেলেছি তার সবই জিতেছি। এখন সেই অভিজ্ঞতা এশিয়ায় ভাগাভাগির সঠিক সময়।

এদিকে ক্লাবটির প্রেসিডেন্ট মুসালি আলমুয়াম্মার বিবৃতিতে বলেন, এটি ইতিহাস তৈরির চেয়েও বড় কিছু। এই চুক্তি শুধু আমাদের ক্লাবকেই নয়, আমাদের লিগ, আমাদের দেশ এবং ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।

Facebook
Twitter
LinkedIn