Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / বিকাল ৫:৩১

সৌদি পৌঁছেছেন ৮৬ হাজার হজযাত্রী, মৃত্যু ২০

চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৮৬ হাজার ১৯৯ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার হজ পোর্টাল এসব তথ্য জানিয়েছেন।

জানা গেছে, হজে গিয়ে সর্বশেষ মো. রিদওয়ান (৬৪) নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৭ জন এবং নারী তিনজন।

এর আগে, ২১শে মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২শে জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার।হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭৬ হাজার ৮১৩ জন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭শে জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। 

Facebook
Twitter
LinkedIn