২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ৮:৩৯

স্বতন্ত্র প্রার্থী থাকবে -ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ১৪ দলীয় জোটের শরীকেদর আপত্তি থাকলেও নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা থাকবে।  এসময় তিনি বলেন স্বস্তি অস্বস্তির কোন বিষয় নয় স্বতন্ত্র। কাউকে সহিংসতা করতে দেয়া হবে না।  

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি বলেন দেশে নিরাপত্তা ও উন্নয়নের জন্য বড় হুমকি বিএনপি। সহিংসতা করে, ষড়যন্ত্র করে সাত জানুয়ারি নির্বাচনকে বানচাল করা যাবে না। বিএনপি যদি মনে করে তারা সন্ত্রাস করবে আর সরকার বসে থাকবে, এটা ভুল ধারণা। হামলা সহিংসতায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

ইসিকে নির্বাচন বিরোধী যেকোন তৎপরতার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে আহ্বান জানান তিনি।  

জাতীয় পার্টির সাথে আলোচনার বিষয়ে তিনি জানান নির্বাচন সুন্দর করতে দলটির সাথে  আলোচনা হয়েছে। 

Facebook
Twitter
LinkedIn