রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জান্নাতুল মাওয়া দিশা নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ জুন) দুপুরে ঢাকায় স্বামীর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দিশা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। তার গ্রামের বাড়ি যশোর জেলায়।
বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক আতাউর রহমান রাজু বলেন, দিশা খুবই নম্র ও মেধাবী শিক্ষার্থী ছিল। গত তিনদিন আগে সে বিশ্ববিদ্যালয় থেকে ঢাকায় স্বামীর কাছে যায়। আজ বিকালের দিকে দিশার স্বামী আমাদের ফোন করে জানান, দিশা আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে আমরা কিছুই জানতে পারিনি।
এ ঘটনায় একটি অপমৃত্য মামলা হয়েছে বলে জানিয়েছেন রাজধানীর আদাবর থানার ডিউটি অফিসার উপ- পরিদর্শক (এসআই) মতিউর রহমান। তিনি বলেন, পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, দিশার মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের দাবি জানিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মানববন্ধন করেছে তার সহপাঠীরা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত মানববন্ধনে সহপাঠী বলেন, সদা হাস্যোজ্জল একটা মেয়ে কেন এমনভাবে মরলো, আমরা এর সঠিক তদন্ত চাই।