২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ৩রা শাবান, ১৪৪৬ হিজরি / রাত ২:৪০
২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ৩রা শাবান, ১৪৪৬ হিজরি / রাত ২:৪০

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি। করোনায় আক্রান্ত হওয়ার পর এ নিয়ে সপ্তমবারের মতো হাসপাতালে গেলেন খালেদা জিয়া।

বিকেল ৪টার দিকে গুলশানের বাসা থেকে হাসপাতালের উদ্দেশে বের হন বিএনপি চেয়ারপারসন। সাড়ে ৪টার দিকে হাসপাতালে পৌঁছান।

তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, হাসপাতালে ১০ সদস্যের মেডিকেল বোর্ড খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। স্বাস্থ্য পরীক্ষা শেষে রাতে বাসায় ফেরেন তিনি।

গত ১১ জুন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হার্টের ব্লক অপসারণ করে একটি স্টেন্ট বসানো হয়। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদপিণ্ডের রক্তনালীতে ব্লক, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

দুর্নীতির মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনাভাইরাস মহামারী শুরুর পর পরিবারের আবেদনে ২০২০ সালে ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। এরপর থেকে খালেদা জিয়া গুলশানের বাসায়ই থাকছে।

Facebook
Twitter
LinkedIn