২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১:৫৮

স্লোগানে মুখরিত বিএনপির সমাবেশস্থল

বিএনপির ফরিদপুরের গণসমাবেশ এখন স্লোগানের মুখরিত আওয়াজে ধ্বনিত হচ্ছে।

সমাবেশস্থলে দেখা যায়, যোগদানের উদ্দ্যেশ্যে বিভিন্ন জেলা থেকে ৩ দিন আগে থেকেই নেতা-কর্মী সমাবেশস্থলে আশেপাশে অবস্থান নেন। এসব নেতা-কর্মীরা স্লোগান দিয়ে মুখরিত করে তুলেছেন পুরো স্থল। তারা মাঠে এসে মঞ্চের কাছাকাছি অবস্থান নিয়েছেন। তাদের গায়ে রয়েছে নেতাদের ছবিযুক্ত গেঞ্জি আর মাথায় টুপি। সমাবেশস্থলসহ এর আশেপাশে তাদের গায়ে রয়েছে বিভিন্ন রংয়ের পোশাক। 

ফরিদপুর সদক সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার গণমাধ্যমকে বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমাবেশস্থল ও এর আশেপাশে পুলিশের ৮০০ সদস্য আছেন। শহরে যাতে কোনো ধরনের হামলার ঘটনা না ঘটে, সেজন্য আমরা সতর্ক অবস্থানে আছি। গতকাল যেমন চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলছিল, আজও তা চলবে।’ 

রাজবাড়ীর পাংশা উপজেলার থেকে আসা মো. ইমরুল হাসান গণমাধ্যমকে জানান, ‘পরে মাঠে জায়গা পাব না, তাই সকাল ৭টার সময় থেকে মঞ্চের কাছে এসে দাঁড়িয়েছি’।

অন্যদিকে মাদারীপুরের শিবচর উপজেলা থেকে আসা সাঈদ হাসান সিহাব বলেন, ‘আমরা ৫০ জনের একটি দল গত ২ দিন ধরে মাঠে অবস্থান করছি। আজ সমাবেশ শুরু হবে, তাই আমরা সকালে ঘুম থেকে উঠে মঞ্চের কাছাকাছি দাঁড়িয়েছি।’আজ শনিবার দুপুর ১১টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিএনপির এই গণসমাবেশ।

Facebook
Twitter
LinkedIn