২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৩৯

হঠাৎ পাওয়া সুযোগ যেভাবে কাজে লাগাতে চান এনামুল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে এনামুল যে সুযোগ পাচ্ছেন, সেটি মোটামুটি নিশ্চিত। আট বছর পর টেস্টে ফিরছেন তিনি।  হঠাৎ পাওয়া সুযোগটা কীভাবে কাজে লাগাতে চান এনামুল?

এমন প্রশ্নের জবাবে এনামুল জানান, হঠাৎ করে নতুন কিছু করতে যাওয়া ঠিক হবে না। এত দিন প্রথম শ্রেণির ক্রিকেটে যা করেছেন, তা-ই করে যেতে চাই।

সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ১১৩৮ রান করেছেন, সেটির সুবাদে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে তিনি আগে থেকেই ছিলেন। ইয়াসির আলীর চোটে টেস্ট দলে সুযোগ মিলেছে হঠাৎ করে। ওয়েস্ট ইন্ডিজেই তাঁর সর্বশেষ টেস্ট বলে কাকতালের প্রসঙ্গ চলে আসে। তবে এনামুল ব্যাপারটাকে দেখেন এভাবে, ‘ওভাবে চিন্তা করিনি। দেশের হয়ে খেলব, আবার সুযোগ এসেছে, এটা কাজে লাগানোর চেষ্টা করব। এটাই ভেবেছি।’

শেষ ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই ২০১৪ সালের সেপ্টেম্বরে টেস্ট ক্রিকেট খেলেছিলেন তিনি।

Facebook
Twitter
LinkedIn