পেশাদার ফুটবলজীবনের ১০০০তম ম্যাচ খেলে ফেললেন লিওনেল মেসি। গতকাল শনিবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতের ওই স্মরণীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোলও করেন তিনি।
ম্যাচে আরো দুটি ব্যক্তিগত নজির গড়েন মেসি। বিশ্বকাপে গোলসংখ্যার বিচারে টপকে গেলেন দিয়েগো ম্যারাডোনাকে। ২৩ ম্যাচে ৯ গোল করলেন মেসি। আর প্রয়াত কিংবদন্তি করেছিলেন ৮টি। এবার সামনে রয়েছে গ্যাব্রিয়েল বাতিস্তুতার ১০ গোল।
এছাড়া পাঁচটি বিশ্বকাপ খেলতে নেমে এই প্রথম নকআউট পর্যায়ে গোল করলেন মেসি। এর আগের ৮ গোলই ছিল গ্রুপ পর্বে। এবার গ্রুপ পর্বের দুটি গোলের পাশাপাশি নকআউটেও গোল পেলেন।
কাতার বিশ্বকাপে তিনটি গোল করেছেন মেসি। এর আগে ২০১৪ বিশ্বকাপে চারটি গোল করেন তিনি। দেশের হয়ে আটটি হ্যাটট্রিক রয়েছে এ তারকার।
বার্সেলোনার হয়ে ১৮ বছর ৪৮ দিন আগে পেশাদার ফুটবলজীবনের প্রথম ম্যাচ খেলেছিলেন মেসি। দেশের হয়ে হাঙ্গেরির বিরুদ্ধে অভিষেক ২০০৫ সালে। হাজার ম্যাচে মোট ৭৮৯টি গোল করেছেন। এর মধ্যে বার্সেলোনার হয়ে ৭৭৮ ম্যাচে ৬৭২টি গোল করেন। আর্জেন্টিনার হয়ে ১৬৯ ম্যাচে রয়েছে ৯৪ ও প্যারিস সঁ জঁ-র হয়ে ৫৩ ম্যাচে ২৩টি গোল রয়েছে তার।
বিশ্বকাপের পাশাপাশি দেশের হয়ে কোপা আমেরিকায় ৩৪ ম্যাচে ১৩, বিশ্বকাপের কোয়ালিফাই রাউন্ডে ৬০ ম্যাচে ২৮ এবং আন্তর্জাতিক ৫১টি প্রীতি ম্যাচে ৪৪ গোল করেছেন।