হাতিরঝিল থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: মহসিনকে কুপিয়ে গুরুতর যখন করেছে সন্ত্রাসীরা। সাম্প্রতিককালে মগবাজারের অটো গ্যারেজে চাঁদা বাজ দাবি করলে, মহসিন চাঁদা দিতে অস্বীকার করে। চাঁদা না দেয়ায় স্থানীয় সন্ত্রাসীরা বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর রাতে চাপাতি, রানদা সহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে মহসিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর যখন করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়। ধারালো অস্ত্রের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে অন্তত ১৮টি যখন থাকায়।
উন্নত চিকিৎসার জন্য কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে অপারেশনের জন্য ভর্তি করা হয়।
হামলার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সিদ্ধেশ্বরী কলেজের সাবেক ভি পি, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এন এম আব্দুল্লাহ উজ্জ্বল। হাতিরঝিল থানা বিএনপি নেতা বিপ্লব, টুটুল, ৩৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক শ্যামল বিশ্বাস, রমনা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুস্তাফিজুর রহমান সৈকত,সানাউল্লাহ সুমন, ইখতিয়ার উদ্দিন ফরহাদ।
সন্ত্রাসীদের হামলায় আহত মহসিনকে শুক্রবার হাসপাতালে দেখতে যান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সেলিম রেজা, মো: আরাফাত,রুহুল আমিন সোহেল, মুনতাকিম সারোয়ার রিকি, আল আমিন শরীফ, সজিব দেওয়ান, এ, এইচ রাজু, সহ বিএনপির নেতাকর্মীরা।
চাঁদাবাজ ও হামলাকারীর বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে